আজকের বার্তা
আজকের বার্তা

ভোলার দৌলতখানে ১০ ব্রেল বাগদা রেনু পোনাসহ পিকাব ভ্যান জব্ধ! রেনু অবমুক্ত


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ ভোলার দৌলতখানে ১০ ব্রেল বাগদা রেনু পোনাসহ পিকাব ভ্যান জব্ধ! রেনু অবমুক্ত
Spread the love
মোঃ বিল্লাল হোসেন, ভোলা প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে প্রায় ১০ -১২ লক্ষ টাকার অবৈধ ১০ ব্রেল বাগদা রেনু পোনাসহ পিকাব ভ্যান জব্ধ করেছে দৌলতখান মৎস্য বিভাগ। পরে জব্ধকৃত রেনু নদীতে অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মেঘনা নদী সংলগ্ন এলাকার পাতার খাল নামক বাজার থেকে এগুলো জব্দ করা হয়। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহফুজ হোসাইন জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে নদীতে বাগদা চিংড়ির রেনুপোনা ধরার নামে বিভিন্ন প্রজাতির মাছের কোটি কোটি রেনুপোনা নষ্ট করছে, এদের টার্গেট হলো বাগদা রেনু ধরা কিন্তু  একটি বাগদা রেনুপোনা ধরতে প্রায় ১শতটি বিভিন্ন প্রজাতির মাছের রেনু নষ্ট করছে। বিভিন্ন সময় এই চক্রটিকে বিভিন্ন মাধ্যমে এই রেনুধরা নিষেধ করা হয়েছে, কিন্তু এরা কোন কথাকেই তোয়াক্কা করছেনা, গোপনে বাগদা মাছের রেনুপোনা ধরছে। ঘটনারদিন গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে, পাতার খাল মাছঘাট নামক স্থানে বাগদা রেনু পোনা ভর্তি কিছু ব্যারেল গোপনে পাচার করা হচ্ছে, এমন খবর পেয়ে উপজেলা মৎস্য অফিস নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সাইফুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজকে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বজলার রহমানের সহযোগিতায় তাহারা প্রায় ১০-১২ লক্ষ টাকার অবৈধ ১০ ব্রেল বাগদা রেনু পোনাসহ পিকাব ভ্যান জব্ধ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করেন। এবং পিকাব ভ্যানটি জব্ধ করে নিলাম প্রক্রিয়া করেন।