আজকের বার্তা
আজকের বার্তা
চেতনানাশক খাইয়ে প্রকাশ্য দিবালকে অটো ছিনতাই

চেতনানাশক খাইয়ে প্রকাশ্য দিবালকে অটো ছিনতাই

ফিরোজ গাজী ॥ প্রকাশ্য দিবালকে বরিশাল নগরীর মেরিন একাডেমি এলাকা থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১৮ মে শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় অটোচালক রেজাউল তালুকদারকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চরমোনাই এলাকার বাসিন্দা আবু বকর তালুকদারের ছেলে। এ ঘনায় বরিশাল বন্দর থানায় একটি একটি মামলা দায়ের করা হয়। যার নং-১৭/২৪। ঘটনার বর্ণনা দিয়ে অটোচালক রেজাউল’র ভাই জিয়াউল জানান, ১৮ মে শনিবার চরমোনাই মাদ্রসার সামনে থেকে ৪ জন ব্যক্তি নগরীর মেরিন একাডেমি এলাকায় ঠিকাদারী কাজ পরিদর্শনের কথা বলে অটো ভাড়া নেয়। দুপুর সোয়া ২টার দিকে মেরিন একাডেমির সামনে এসে ৪ জনের ৩জন গাড়ি থেকে নেমে যায়, এবং ১জন ড্রাইভারের সাথে গাড়িতে থাকে, নেমে যাওয়া ঐ তিন জন গিয়ে নিরাপদ ও ফাঁকা যায়গা সনাক্ত করে একটি দোকান থেকে বিস্কুট ও পানি কিনে আনে। পরে একটু দুরে গিয়ে চেতনানাশক ঔষধ মিশিয়ে গাড়ির কাছে এসে সেই বিস্কুট পানি নিজেরা খাওয়ার ছলে অটোচালক রেজাউলকেও খেতে বলে। রেজাউল খেতে অস্বীকৃতি জানালে একপ্রকার জোড়জবরদস্তি করে সেই বিস্কুট ও পানি খাওয়ায়। খাওয়ার পরে তাকে দিয়ে প্রায় ১০মিনিটের মত এদিক-সেদিক গাড়ি ঘুরাতে থাকে। এসময় গাড়ির মধ্যে দুই ছিনতাইকারীকে দেখা যায়। এই সময়য়ের মধ্যে চালক রেজাউল অসুস্থ হতে থাকে এবং একসময় নিস্তেজ হয়ে পরলে তার আর কিছুই মনে পড়েনা। শেষে ছিনতাইকারীরা চালক রেজাউলকে নদীর পার সংলগ্ন ঐ নির্জন জায়গায় ফেলে দিয়ে অটো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এসব ঘটনা সিসি টিভি ফুটেজে দেখা গেছে। তবে এ ঘটনার ২ দিন পর বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি (অফিসার ইনচার্জ) আব্দুর রহমান মুকুল জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং মামলাটি আমলে নিয়ে গুরুত্বের সাথে তদন্ত জন্য এস আই আরিফকে দায়িত্ব দেয়া হয়েছে। এবং ইতিমধ্যেই তারা এটি নিয়ে কাজ করছে। এ বিষয়ে এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই (উপ-পরিদর্শক) আরিফ জানান, আমরা একটি সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছি। সেটি পর্যালোচনা করে পুর্বের একই ধরনের ঘটনায় চিহ্নিত হওয়া অপরাধীদের ডাটা ম্যাচ করে তাদের সনাক্তকরণে কাজ করছি। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। আশা করি খুব দ্রুতই আমরা অপরাধীদের আইনের আওতাও আনতে সক্ষম হবো।

স্বামীকে নিয়ে ওমরাহ পালন স্পর্শিয়ার

স্বামীকে নিয়ে ওমরাহ পালন স্পর্শিয়ার

বার্তা ডেস্ক ॥  সম্প্রতি বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এ কারণেই হয় তো মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুটা দূরে রয়েছেন। তার স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। সিলেটের সন্তান তিনি।
এদিকে বিয়ের পরপরই স্বামীকে নিয়ে ওমরাহ পালন করেলেন স্পর্শিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। রবিবার (৭ এপ্রিল) বিকেলে স্বামী রিফাতের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন এই অভিনেত্রী। তাতে দুজনকে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফের সামনে দেখা যায়।
ছবিটি প্রকাশ করে স্পর্শিয়া লেখেন, ‘২০১৯ সালে প্রথম ওমরাহ হজ করি আম্মুর সাথে। ইচ্ছা ছিল বিয়ে করার পরে জামাইকে নিয়ে আসব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তা কবুল করেছেন। আমাদের বিবাহিত জীবনের একটি আশীর্বাদপূর্ণ শুরু।
অভিনেত্রী আরও লেখেন, আমার জীবনের সবচেয়ে মূল্যবান দুজন মানুষের সঙ্গে ওমরাহ করা সবচেয়ে উল্লেখযোগ্য এবং পবিত্র অভিজ্ঞতা। কথায় আছে, আল্লাহর ডাক ছাড়া কাবা শরিফে যাওয়া যায় না। আমি তার দাওয়াত পেয়ে নিজেকে ধন্য মনে করি। আমি প্রার্থনা করি, আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিন এবং আমাদের হৃদয় সবার জন্য ভালোবাসা ও সমবেদনা দিয়ে পূর্ণ করুন। জানা গেছে, গত মাসে ওমরাহ পালনে গিয়েছিলেন স্পর্শিয়া।
তবে ছবিটি তিনি এখন পোস্ট করেছেন। অভিনেত্রী সে কথা উল্লেখ করে লেখেন, ‘দয়া করে মনে রাখবেন এই আবেগগুলো গভীর ব্যক্তিগত এবং আমি একজন অত্যন্ত ব্যক্তিগত মানুষ। পোস্ট করতে চাইনি কিন্তু ধর্মীয় মতামতের বিচার বা সমালোচনা না হোক এই আশায় প্রিয়জনদের সাথে শেয়ার করলাম।’অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে শোবিজে পা রাখেন। ক্যারিয়ারের একযুগে অসংখ্য বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’ শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।

এক ক্লিকে বিভাগের সব খবর