বার্তা ডেস্ক ॥ রাজধানীর বেইলি রোডে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী মারা গেছেন। তারা হলেন- নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম।
এর মধ্যে নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি বরিশালে বলে জানা গেছে। অন্যদিকে, লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে সেই আগুন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।