বার্তা ডেস্ক ॥ ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক চত্তর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নারী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের নারীদের সাফল্য আজ অনুকরণীয় ও অনুসরণীয়। নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহকেও নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসতে হবে।