আজকের বার্তা
আজকের বার্তা

কাউখালীতে মাইকিং করে তরমুজ বিক্রি


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ কাউখালীতে মাইকিং করে তরমুজ বিক্রি
Spread the love

পিরোজপুরের কাউখালীতে তরমুজের বাজারে ধস নেমেছে। মাইকিং করে তরমুজ বিক্রি করা হচ্ছে। ক্রেতারা তরমুজ ক্রয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষের তরমুজ কেনার কোনো আগ্রহ নেই। তরমুজ পচনশীল তাই তরমুজ ব্যবসায়ীরা উপায়ান্তর না পেয়ে মঙ্গলবার থেকে কাউখালী হাটের দিনে মাইকিং করে তরমুজ বেচাকেনা করছে।

একেকটি ছোট তরমুজ ৫০ টাকা, মাঝারি তরমুজ ১০০ টাকা ও সবচেয়ে বড় সাইজের তরমুজ ১৫০ টাকা দামে বিক্রি হচ্ছে।

তরমুজ ব্যবসায়ী চানমিয়া বলেন, তরমুজ বেশিদিন রাখা যায় না এবং দাম বেশি থাকার কারণে কোনো ক্রেতা তরমুজ কিনতে আসে না তাই বাধ্য হয়ে আমরা সামান্য লাভে পিস হিসাবে তরমুজ বিক্রি করছি।

তিনি বলেন, ১ সপ্তাহ আগে যে তরমুজের দাম ছিল ৩০০ টাকা একই তরমুজ আজকে বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১০০ টাকায়।

তরমুজ ক্রয় করতে আসা মাসুম বিল্লাহ বলেন, এর আগে বেশি দাম থাকায় আমরা তরমুজ ক্রয় করতে পারিনি। আজকে বাজারে তরমুজের দাম কম থাকায় আমার মতো অনেকে তরমুজ ক্রয় করতে পারছে।

সাধারণ জনগণের দাবি, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার থাকলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ ক্রেতাদের নাগালের ভেতরে চলে আসবে।