বার্তা ডেস্ক ॥ বরিশাল বিএম কলেজে সন্মান ৪র্থ বর্ষের নির্বাচনি ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার ফি পুনরায় আদায়ের বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিএম কলেজের জিরো পয়েন্ট এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিজন সিকদারসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, প্রত্যেক পরীক্ষার ফি পূর্ববর্তী বছরে আদায় করে কলেজ প্রশাসন। ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থীরা ৪র্থ বর্ষের সকল পরীক্ষার ফি ৩য় বর্ষের ফরম পূরণের সময় পরিশোধ করেছে। কলেজ প্রশাসন আবার সেই ফি আদায়ের জন্য বিভাগ থেকে নোটিশ দিয়েছে। শিক্ষার্থীদের পুনরায় ফি দেয়ার জন্য বাধ্য করছে। তারা একই ফি দুইবার আদায়ের প্রতিবাদ জানান এবং এই ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন। অধ্যক্ষ এ বিষয়ে যৌক্তিক সমাধান দেয়ার প্রতিশ্রুতি দেন।