আজকের বার্তা
আজকের বার্তা

পিরোজপুরে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শত শত বাড়িঘর, একজনের মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ০৭, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ পিরোজপুরে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শত শত বাড়িঘর, একজনের মৃত্যু
Spread the love

বার্তা ডেস্ক ॥   পিরোজপুরে হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েগেছে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকা। আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে পড়ে পিরোজপুর। শুরু হয় দমকাসহ ঘূর্ণি বাতাস।

প্রায় ১৫ মিনিটের এ ঘূর্ণিঝড়ে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় শত শত গাছ উপরে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে পড়ে সড়ক যোগাযোগ। এসময় পৌর এলাকার শারিকতলা  ইউনিয়নের মরিচাল গ্রামে একটি ঘরে গাছচাপা পড়ে রুবী বেগম (২২) নামে এক নারী মারা যান। এ ঘটনায় ২ জন আহত হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা সম্ভব হয়নি। ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরব