আজকের বার্তা
আজকের বার্তা

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই ভাইয়ের


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই ভাইয়ের
Spread the love

বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে ধানের জমিতে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারালেন নাদিম (২৪) ও এমাম (২১) নামের দুই সহোদর। উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নাদিম ও এনাম ওই গ্রামের আয়নাল হকের ছেলে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজান হাওলাদার জানান, কৃষক রিপন হাওলাদার তাঁর ধানের জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ দিয়ে ফাঁদ পেতে রাখেন।

শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে নাদিম ও এমাম পাখি শিকারের জন্য বের হয়ে ওই জমির কাছে যায়। সেখানে পেতে রাখা ফাঁদের তাঁরে জড়িয়ে তাঁরা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। সারা রাত দুই ভাই বাসায় না ফিরলে শনিবার সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁদের খুঁজতে বের হন।একপর্যায়ে তাঁরা নাদিম ও এমামের নিথর দেহ ওই জমির পাশে খালের পাড়ে পড়ে থাকতে দেখেন।পরে তাঁরা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানোর জন্য থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।