আজকের বার্তা
আজকের বার্তা

আরব দেশগুলো প্রথমবারের মতো ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত : বাইডেন


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ আরব দেশগুলো প্রথমবারের মতো ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত : বাইডেন
Spread the love

বার্তা ডেস্ক ॥  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সৌদি আরব ও অন্যান্য আরব দেশ ইসরায়েলকে পুরোপুরি স্বীকৃতি দিতে প্রস্তুত।

বৃহস্পতিবার রাতে অফ-ক্যামেরা তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে ওই কক্ষে অবস্থানরত সাংবাদিকদের বরাতে জানিয়েছে  রয়টার্স।

খবর অনুসারে, বাইডেন ইসরায়েলের জন্য ‘গাজা-পরবর্তী পরিকল্পনা’র আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। যার মধ্যে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য একটি ট্রেন’ অন্তর্ভুক্ত রয়েছে।

গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় প্রচেষ্টা জোরদার করতে ইসরায়েলের প্রতি প্রকাশ্যে আহ্বান জানানোর জন্য বাইডেনের ক্রমবর্ধমান ইচ্ছার প্রতিফলন ঘটেছে এই মন্তব্যে।

বাইডেন বলেন, আমি এখনই বিশদে যাব না। কিন্তু আমি সৌদি আরব এবং মিশর, জর্ডান ও কাতারসহ অন্যান্য আরব দেশের সঙ্গে কাজ করছি। তারা প্রথমবারের মতো ইসরায়েলকে পুরোপুরি স্বীকৃতি দিতে প্রস্তুত।