আজকের বার্তা
আজকের বার্তা

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Spread the love

বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের কাউখালীতে নানাবাড়ি বেড়াতে এসে খালের পানিতে ডুবে লামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫মার্চ) দুপুরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

লামিয়া একই গ্রামের রমজান আলী হাওলাদারের মেয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিন হোসেন আকন সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, লামিয়া তার মায়ের সাথে শিয়ালকাঠী গ্রামে তার নানা মো: রস্তুম আলী মল্লিকের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে ওই বাড়ি ও শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ঘাটে কয়েকজন খেলার সাথীদের নিয়ে গোসল করতে নামে সে। পরে লামিয়াকে না দেখে তার সঙ্গীরা বাড়ির লোকজনকে জানালে তারা খালে নেমে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। পরে শিশুটির কোনো সন্ধান না পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ইউনিয়ন পরিষদের সামনে খালে খোঁজাখুঁজি করে বিকেল ৪টার দিকে একই স্থানে খালের ঘাটের কাছে লামিয়াকে পানিতে থেকে উদ্ধার করে।এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহবুব শিশুটিকে মৃত ঘোষণা করেন।