আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ৪ দোকান পুড়ে ছাই, দগ্ধ হয়ে কর্মচারী নিহত


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ বরিশালে ৪ দোকান পুড়ে ছাই, দগ্ধ হয়ে কর্মচারী নিহত
Spread the love

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গভীর রাতে আগুনে পুড়েছে ৪টি দোকান। এ সময় একটি দোকানের মধ্যে থাকা এক কর্মচারী দগ্ধ হয়ে নিহত হয়। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়কের বিপরীত মুখে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব জমাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাঙ্গলিয়া গ্রামের বাসিন্দা।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, নথুল্লাবাদ জিয়া সড়কের বিপরীতে এক সারিতে দুটি ফার্নিচার, একটি মোটর সাইকেলের যন্ত্রাংশ বিক্রির দোকান এবং একটি গ্যারেজ রয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় পৌঁনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষনে ওই দোকান ৪টি পুড়ে যায়। এ সময় একটি দোকানের মধ্যে ঘুমিয়ে থাকা কর্মচারী সজীব জমাদার দগ্ধ হয়ে মারা যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তারা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি একেএম আরিচুল হক।