আজকের বার্তা
আজকের বার্তা

রাজাপুরে পুকুরে পরে শিশুর মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: মে ১১, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ রাজাপুরে পুকুরে পরে শিশুর মৃত্যু

গোপাল কমৃকার ,রাজাপুর প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী সৈয়দ জিহাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের উত্তর পিংড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জিহাদ শুক্তগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরউজ্জামান মনিরের ছেলে। স্বজনরা জানান, শিশুটি ঘরের খেলা করছিল। সেই সময় শিশুটির মা ছাবিনা ইয়াছমিন শিশুটির জন্য খাবার তৈরি করছিল। খাবার তৈরি শেষে শিশুটিকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করে। পরে এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।