বরিশাল নগরীর একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হট লাইন ১৬১৫৫ নম্বরে বরিশালের এক ভোক্তার অভিযোগের সোমবার সকাল সাড়ে ১১টায় এই অভিযান চালানো হয়।
সকালে এক ভোক্তা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হট লাইন ১৬১৫৫ নম্বরে নগরীর হেমায়েত উদ্দিন রোডের একটি রেস্টেুরেন্টের বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হেমায়েত উদ্দিন রোডের ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে এবং পঁচাবাসি খাবার পরিবেশনের দায়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালত।
মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা গোলাম রাব্বিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান।