আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ভ্রাম্যমাণ ডিম বিক্রি, ডজনের দাম ১১০ টাকা


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ বরিশালে ভ্রাম্যমাণ ডিম বিক্রি, ডজনের দাম ১১০ টাকা
Spread the love

বার্তা ডেস্ক ॥  মাহে রমজান উপলক্ষে বরিশালে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে বরিশালের গাজী পোল্ট্রি ফার্ম ও এসএস পোল্ট্রি ফার্ম সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় সুলভ মূল্যে ভ্রাম্যমাণ ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মো. আবু সুফিয়ান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাইসহ আরও অনেকে।

এ সময় জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম সাধারণ ক্রেতাদের হাতে সুলভ মূল্যে ডিম তুলে দেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল আলম জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ডিম বিক্রি এ কার্যক্রম চলবে আগামী ২৭ রমজান পর্যন্ত। বরিশালের গাজী পোল্ট্রি ফার্ম ও এসএস পোল্ট্রি ফার্ম এর উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ডিম বিক্রি করা হবে।  ভ্রাম্যমাণ এ বিক্রি কার্যক্রম থেকে প্রতি ডজন ডিম ১১০ টাকা ক্রয় করতে পারবেন ভোক্তারা। সেক্ষেত্রে প্রতি পিস ডিমের দাম হচ্ছে ৯ টাকা ১৬ পয়সা।