বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ১৯ দিনের ছুটিতে যাচ্ছেন। ইস্টার সানডে, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ৩১ মার্চ থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত এ ছুটি চলবে।
বুধবার (২৭ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম।তিনি জানান, ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম। এছাড়া ১৯ এপ্রিল থেকে যথারীতি একাডেমিক কার্যক্রম চলবে। ক্যাম্পাস বন্ধ থাকাকালীন ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবা চালু থাকবে বলেও জানান তিনি।
তিনি জানান, ৩১ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম। এছাড়া ১৯ এপ্রিল থেকে যথারীতি একাডেমিক কার্যক্রম চলবে। ক্যাম্পাস বন্ধ থাকাকালীন ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবা চালু থাকবে বলেও জানান তিনি।