বার্তা ডেস্ক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেল উল্টে মো. সুমন মোল্লা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে পৌরশহর সংলগ্ন নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুমন মোল্লা উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের মো.খোকন মোল্লার ছেলে। ঘটনার সময় সে মোটর সাইকেল যোগে নাচনাপাড়া থেকে কলাপাড়া বাজারে আসতেছিল।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আহম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হবে।