বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের নেছারাবাদে কিশোরী অপহরণ ও ধর্ষণের ঘটনায় মফিজুল শেখ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাত ৩টার দিকে খুলনা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল র্যাব-৮ শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার মো. মফিজুল শেখ (২৭) পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বরইখালী গ্রামের মোহাম্মদ হায়দার শেখের ছেলে।
এ ঘটনায় ওই কিশোরীর মা নেছারাবাদ থানায় একটি মামলা করেন।এরপর র্যাব তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার প্রধান আসামি মফিজুল শেখের অবস্থান শনাক্ত করে। পরে র্যাব-৬-এর সহায়তায় র্যাব-৮ অভিযান চালিয়ে গতকাল রাতে মফিজুলকে গ্রেপ্তার করে। পরে তাকে নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।