বার্তা ডেস্ক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর রূপাতলী মেট্রোপলিটন পুলিশের পুলিশ লাইন্স ড্রিল সেডে এই কল্যান সভা অনুষ্ঠিত হয়। বিএমপি কমিশনার জিহাদুল কবিরের সভাপতিত্বে সভার শুরুতেই সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয় এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। শৃঙ্খলা মেনে চলতে সকলকে কঠোরভাবে নির্দেশনা দেন তিনি।
সভায় অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী, উপ-কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-কমিশনার মো. আলী আশরাফ ভূঁঞা, উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত ও অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা সহ বিএমপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।