আজকের বার্তা
আজকের বার্তা

“হাসিমুখ’র ‍উদ্যোগে বরিশালে ৬০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ


আজকের বার্তা | প্রকাশিত: মে ১১, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ “হাসিমুখ’র ‍উদ্যোগে বরিশালে ৬০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

খবর বিজ্ঞপ্তি ‍॥ ” মানুষ মানুষের জন্য… “
গতকাল সকালে পরিস্থিতির শিকার মুখ ফুটে বলতে না পারা ৬০ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বরিশালের বিভিন্ন অঙ্গনের সংস্কৃতি কর্মীদের নিয়ে গঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ” হাসিমুখ “

স্বাস্হ্যবিধি মেনে পুরো কার্যক্রমটি সম্পন্ন হয়েছে এবং সতর্কতা ও মানুষের সুরক্ষা নিশ্চিতের জন্য নগরীতে সংগঠনটির মাস্ক ও স্যানিটাইজ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে…
সংগঠনটির কার্যক্রম চলমান রাখার ইচ্ছে পোষন করেছে কর্মীরা
সঠিক তথ্যের ভিত্তিতে দুর্বিষহ অবস্হায় থাকা পরিবারদের সন্ধান পেলে তাদেরকে জানানো সহ সহযোগিতা প্রদান করে মানুষের মুখে হাসি ফোটানোর কাজে পাশে থাকার আহ্বান জানিয়েছে সংগঠনের কর্মীরা…
সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো অব্যাহত রাখতে চায় হাসিমুখ পরিবারের এই কর্মীরা…??
কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন কমল ঘোষ, সুপ্রভা সরদার, মাহমুদুল ধ্রুব, অন্তর রায়, তুর্য মজুমদার, সানজিদা মিশি, মাহমুদুন নবী,অর্পিতা দত্ত, চন্দন সোম, সানি বিপ্লব, পিংকি দাস ও সজল দেবনাথ