নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। সংগঠনের বরিশাল জেলা কমিটির উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ, সদস্য ইয়াসমিন সুলতানা ও রাইদুল ইসলাম শাকিবসহ অন্যান্যরা।
বক্তারা নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান তারা। সমাবেশ শেষে একই দাবিতে গণসংহতি আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।