আজকের বার্তা
আজকের বার্তা

১১ ঘণ্টা পর আমতলী-পুরাকাটা রুটে ফেরি চলাচল শুরু


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ ১১ ঘণ্টা পর আমতলী-পুরাকাটা রুটে ফেরি চলাচল শুরু
Spread the love

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় বরগুনার আমতলী-পুরাকাটা নৌপথে শুরু হয়েছে ফেরি চলাচল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশায় ও ডুবোচরের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

আমতলী-পুরাকাটা রুটের ইউটিলিটি ফেরি চালক দোলন মিয়া বাংলানিউজকে বলেন, নাব্যতা সংকট ও ঘন কুয়াশার কারণে রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকাল সাড়ে ৮টা থেকে কুয়াশার ঘনত্ব কমে গেলে আমতলী-পুরাকাটা নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌপথের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। সিরিয়াল অনুযায়ী পারাপার করা হবে এসব যানবাহন।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বাংলানিউজকে বলেন, এক দিকে ঘনকুয়াশা, অন্যদিকে ডুবোচরে ফেরি চলাচল অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে।