আজকের বার্তা
আজকের বার্তা

পিরোজপুরে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ পিরোজপুরে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি
Spread the love

বার্তা ডেস্ক ॥  ‘প্রধানমন্ত্রীর উপহার সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার’ এ প্রতিপাদ্যে ও পবিত্র রমজান উপলক্ষে প্রাণিজ আমিষ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পিরোজপুরে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

এ সময় বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মো. আবু সুফিয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রানা মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শুভংকর দত্ত প্রমূখ।

বক্তারা বলেন, জেলার বিভিন্ন উপজেলায় সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্নস্থানে এ কার্যক্রম পরিচালনা হবে। এখান থেকে গ্রাহক প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ১ লিটার দুধ ৬০ টাকা ও এক ডজন ডিম ১০০ টাকা হারে ক্রয় করতে পারবে। আমাদের এই ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম ১৬তম রমজান থেকে ২৮তম রমজান পর্যন্ত চলমান থাকবে।