বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। যে কারণে ডিপিএলে তামিম ইকবালের দল প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের সাকিব খেলতে পারেননি।
একটি সূত্র জানিয়েছে, ওমরাহ পালন শেষে সাকিবের ৮ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।
সাকিব জাতীয় দলের হয়ে টেস্টে ফেরার আগে ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছেন। টেস্ট শেষে আবারও ডিপিএলে যোগ দেওয়ার কথা ছিল তার।
তবে ওমরাহ’র কারণে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে খেলতে না পারলেও ঈদের ছুটির পর আবার ডিপিএলে দেখা যেতে পারে তাকে। ঈদের ছুটির পর ১৫ এপ্রিল থেকে শুরু হবে ডিপিএল।