আজকের বার্তা
আজকের বার্তা

ভোলায় ইয়াবা সম্রাট ইউসুফ র‍্যাবের হাতে আটক


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ ভোলায় ইয়াবা সম্রাট ইউসুফ র‍্যাবের হাতে আটক
Spread the love

বার্তা ডেস্ক ॥ ভোলার ইলিশা থেকে ৫৬ পিচ ইয়াবাসহ মো. ইউসুফ (২৩) নামের এক মাদক সম্রাট কে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইউসুফ ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আমির হোসেন মিয়ার ছেলে।

ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে ইউসুফকে ৫৬ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।