আজকের বার্তা
আজকের বার্তা

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে কৃষক সমাবেশ


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে কৃষক সমাবেশ
Spread the love

বার্তা ডেস্ক ॥  অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানো, সারাদেশে রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবিতে বরিশালে কৃষক সমাবেশ হয়েছে।  বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় কৃষক খেতমজুর সমিতি বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি হয়।

এসময় বক্তারা, গৃহহীনদের ঘর প্রদান, খেতমজুরদের সারাবছর কাজ ও ন্যায্য মজুরীসহ বিভিন্ন দাবি করেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।

জাতীয় কৃষক খেতমজুর সমিতির বরিশাল জেলা কমিটির সহ সভাপতি মোজাম্মেল হোসেন খনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন, কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস সাত্তার।

আরও বক্তৃতা দেন, কেন্দ্রীয় সহ-সভাপতি নিমাই মন্ডল, সদস্য উপধ্যাক্ষ হারুন অর রশিদ, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজিজ খোকন ও সাংগঠনিক সম্পাদক বিরেন্দ্র নাথ রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র নাথ বাড়ৈ প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের মদতদাতা কালো ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। এর মাধ্যমে চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় জনসাধারণ নিদারুণ কষ্টে রয়েছে। তাই অবিলম্বে দেশব্যাপী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। এছাড়া খেতমজুরদের ঘর প্রদান ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। অন্যথায় শ্রমজীবীদের নিয়ে অধিকার আদায়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।