rocket
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 6114ফিরোজ গাজী ॥ প্রকাশ্য দিবালকে বরিশাল নগরীর মেরিন একাডেমি এলাকা থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১৮ মে শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় অটোচালক রেজাউল তালুকদারকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি চরমোনাই এলাকার বাসিন্দা আবু বকর তালুকদারের ছেলে। এ ঘনায় বরিশাল বন্দর থানায় একটি একটি মামলা দায়ের করা হয়। যার নং-১৭/২৪। ঘটনার বর্ণনা দিয়ে অটোচালক রেজাউল’র ভাই জিয়াউল জানান, ১৮ মে শনিবার চরমোনাই মাদ্রসার সামনে থেকে ৪ জন ব্যক্তি নগরীর মেরিন একাডেমি এলাকায় ঠিকাদারী কাজ পরিদর্শনের কথা বলে অটো ভাড়া নেয়।
দুপুর সোয়া ২টার দিকে মেরিন একাডেমির সামনে এসে ৪ জনের ৩জন গাড়ি থেকে নেমে যায়, এবং ১জন ড্রাইভারের সাথে গাড়িতে থাকে, নেমে যাওয়া ঐ তিন জন গিয়ে নিরাপদ ও ফাঁকা যায়গা সনাক্ত করে একটি দোকান থেকে বিস্কুট ও পানি কিনে আনে।
পরে একটু দুরে গিয়ে চেতনানাশক ঔষধ মিশিয়ে গাড়ির কাছে এসে সেই বিস্কুট পানি নিজেরা খাওয়ার ছলে অটোচালক রেজাউলকেও খেতে বলে। রেজাউল খেতে অস্বীকৃতি জানালে একপ্রকার জোড়জবরদস্তি করে সেই বিস্কুট ও পানি খাওয়ায়। খাওয়ার পরে তাকে দিয়ে প্রায় ১০মিনিটের মত এদিক-সেদিক গাড়ি ঘুরাতে থাকে।
এসময় গাড়ির মধ্যে দুই ছিনতাইকারীকে দেখা যায়। এই সময়য়ের মধ্যে চালক রেজাউল অসুস্থ হতে থাকে এবং একসময় নিস্তেজ হয়ে পরলে তার আর কিছুই মনে পড়েনা। শেষে ছিনতাইকারীরা চালক রেজাউলকে নদীর পার সংলগ্ন ঐ নির্জন জায়গায় ফেলে দিয়ে অটো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এসব ঘটনা সিসি টিভি ফুটেজে দেখা গেছে।
তবে এ ঘটনার ২ দিন পর বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি (অফিসার ইনচার্জ) আব্দুর রহমান মুকুল জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং মামলাটি আমলে নিয়ে গুরুত্বের সাথে তদন্ত জন্য এস আই আরিফকে দায়িত্ব দেয়া হয়েছে। এবং ইতিমধ্যেই তারা এটি নিয়ে কাজ করছে।
এ বিষয়ে এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই (উপ-পরিদর্শক) আরিফ জানান, আমরা একটি সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছি। সেটি পর্যালোচনা করে পুর্বের একই ধরনের ঘটনায় চিহ্নিত হওয়া অপরাধীদের ডাটা ম্যাচ করে তাদের সনাক্তকরণে কাজ করছি।
আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। আশা করি খুব দ্রুতই আমরা অপরাধীদের আইনের আওতাও আনতে সক্ষম হবো।