আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে কারামুক্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতার শুভেচ্ছা বিনিময়


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ০১, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ বরিশালে কারামুক্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতার শুভেচ্ছা বিনিময়
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশালে সদ্য কারামুক্তি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ। বুধবার রাতে নগরীর পুলিশ লাইন রোডের একটি রেস্তোরাঁয় এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীদের উদ্দেশ্যে আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ বলেন, বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে সকল বাধা মোকাবিলা করেই আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। গণতন্ত্রের আন্দোলন কোন দিন ব্যর্থ হয়নি। আমাদের আন্দোলনও ব্যর্থ হবে না।

শুভেচ্ছা বিনিময়কালে সদর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব মন্টু খান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন, মহানগর কৃষকদল সদস্য সচিব শাহেদ তালুকদার, মহানগর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক তারেক সোলাইমান, জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু, সদর উপজেলা ছাত্রদল আহবায়ক কাদের মোল্লা ও মো. ফরহাদ মেম্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।