আজকের বার্তা
আজকের বার্তা

ইত্যাদিতে একসঙ্গে দেখা যাবে সিয়াম-মেহজাবীনকে


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ ইত্যাদিতে একসঙ্গে দেখা যাবে সিয়াম-মেহজাবীনকে
Spread the love

বার্তা ডেস্ক ॥  ইত্যাদি অনুষ্ঠানে প্রতিটি বিষয়ই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ— গান, অভিনয়, নৃত্য। তেমনি পরিবেশিত হয় দলীয় সংগীতের একটি পর্ব।

এবারের দলীয় সংগীতের বিষয় মোবাইলের বিভিন্ন অ্যাপসের ব্যবহার নিয়ে। এই পর্বে অংশগ্রহণ করেছেন নায়ক সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি।

গানে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও নোশিন তাবাসসুম স্মরণ। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ ও মামুন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।