বার্তা ডেস্ক ॥ পিরোজপুরের নাজিরপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)-সহ ছয়জন আহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত এসআই মো: মোশারেফ হোসেনকে (৪০) উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, স্থানীয় লুৎফর শেখ ও কামাল শেখদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে সকাল সাড়ে ৯টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ওই পথে যাওয়া পুলিশের এসআই মো: মোশরেফ হোসেন সংঘর্ষ থামাতে গিয়ে হামলায় আহত হয়। সংঘর্ষে উভয়পক্ষের মরহুম আলী শেখের ছেলে কামাল শেখ (৪০), তার ছোট ভাই মো: আল আমীন শেখ (৩০), চাচাত ভাই জুয়েল শেখ (৩১) গুরুতর আহত হয়েছেন। এছাড়া লুৎফর শেখ (৬৫) ও তার ছেলে শিপন শেখ (২৪) আহত হয়েছেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনিয়া জামান জানান, হামলায় আহত এসআই মো: মোশারেফে হোসেনের চোখে গুরুতর আঘাতে লেগেছে। এছাড়া আল আমীন শেখের মাথায় আঘাত ও কামাল শেখের পা ভেঙ্গে গেছে। তাদের দু’ভাইকে উন্নত চিকিৎসার জন্য খুলনা এবং এসআই মোশারেফ হোসেনকে গোপালগঞ্জে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় গ্রাম পুলিশের সদস্য মো: নাছির উদ্দিন শেখ অভিযোগ করেন, প্রতিপক্ষের লুৎফর শেখের নেতৃত্বে সাত-আটজন তার ভাইদের হত্যার উদ্দেশে হামলা করেন। হামলায় ছোট ভাই আল আমীন শেখের মাথায় আঘাত ও কামাল শেখের পা ভেঙ্গে যাওয়াসহ তিনজন আহত হয়েছেন।
তবে প্রতিপক্ষের লুৎফর শেখের ছেলে মো: সাইফুল ইসলাম চঞ্চল শেখ বলেন, সকালে পূর্বপরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন তার বাবা ও ছোট ভাইয়ের ওপর হামলাসহ ঘর-বাড়ি ভাঙচুর করেন। গুরুতর আহত ভাই ও বাবাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: জিয়া উদ্দিন জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। আহত এসআই মো: মোশারেফ হোসেনকে চিকিৎসার জন্য গোপালগঞ্জে প্রেরণ করা হয়েছে।