আজকের বার্তা
আজকের বার্তা

কুলখানি অনুষ্ঠান থেকে বিএনপির ২ নেতা গ্রেফতার


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ কুলখানি অনুষ্ঠান থেকে বিএনপির ২ নেতা গ্রেফতার
Spread the love

থানা পুলিশ ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলমগীর হোসেন (৫৫) এবং পৌর বিএনপির আহবায়ক আ. মন্নান হাওলাদারকে (৫০) গ্রেফতার করেছে। বুধবার দুপুরে উপজেলার সরদারপাড়ায় এক বিএনপি নেতার কুলখানি অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় প্রয়াত বিএনপি নেতা মহিউদ্দীন খান দীপুর কুলখানি অনুষ্ঠানের খাবার তৈরির আয়োজন চলছিল। এ সময় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এই দুই নেতাকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে যান বলে জানা যায়।

আলমগীর হোসেনের ভাই মো. জাকির হোসেন জানান, পুলিশ দোয়া ও মিলাদের অনুমতি না দেওয়ায় এ কর্মসূচি বাতিল করেছিল। পুলিশ এরপরও তাদের গ্রেফতার করে।

ভাণ্ডারিয়া থানার ওসি আবির মোহম্মদ হোসেন জানান, পূর্বের নাশকতা মামলায় সন্দেহজনকভাবে তাদের গ্রেফতার করা হয়েছে।