বার্তা ডেস্ক ॥ ভোলায় র্যাব-৮ ও ৭ এর যৌথ অভিযানে নুরুল ইসলাম প্রকাশ ওরফে কানু মাঝি (৪৫) নামের ২৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকার আকমল আলী ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কানু মাঝি চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার বেলায়েত হোসেন মাঝির ছেলে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোলা র্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে ২০১১ সালে দক্ষিণ আইচা থানায় একটি ডাকাতি মামলা হয়। সাত বছর আগে আদালত সে মামলায় তাকে ২৫ বছরের সাজা দেয়। রায় ঘোষণা হওয়ার পর থেকেই কানু মাঝি চট্টগ্রাম চলে যায়। সেখানে ছন্দনাম ব্যবহার করে বসবাস করে। এরপর র্যাব-৮ ও ৭ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার সকালে তাকে গ্রেফতার করে ভোলায় নিয়ে আসে।