আজকের বার্তা
আজকের বার্তা

স্বপদে ফিরলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ফারুক


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ স্বপদে ফিরলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ফারুক
Spread the love

স্বপদে পুনর্বহাল হয়েছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এখন থেকে তাকে মহানগর বিএনপির সকল রাজনীতি এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বিগত আন্দোলনের সময় আপনি (মনিরুজ্জামান ফারুক) কারান্তরীণ থাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়। সম্প্রতি আপনি কারামুক্ত হয়েছেন। নির্দেশিত হয়ে জানাচ্ছি, এখন থেকে আপনি বরিশাল মহানগর বিএনপির সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, দুই সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারকে এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।