বার্তা ডেস্ক ॥ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের প্রফুল্ল বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের ৪০ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার দাস, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ কুমার দাস।
এসময় বিশেষ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক পঙ্কজ দাসের ছোট ভাই , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু পুলক চন্দ্র দাস, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাবু পঙ্কজ কুমার দাসের সহধর্মিণী ও প্রফুল্ল বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষিকা ইভা রানী দত্ত, উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম, জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন সিকদার,আতাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া বেগম,ও শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে পিটি, জাতীয় সংগীত, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, শপথ বাক্য পাঠ, মশাল দৌড়,স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ সহ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ০৭ জন মৃত মুক্তিযোদ্ধার পরিবারের মধ্যে উপহার প্রদান সহ ৪০ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে জায়নামাজ, প্লেট, শীত বস্ত্র উপহার সামগ্রী তুলে দেন প্রফুল্ল বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ কুমার দাস। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী করেন অতিথিবৃন্দ। সভাপতির বক্তব্যে বাবু পঙ্কজ কুমার দাস অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।