আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে গাঁজাসহ আটক এক


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ বরিশালে গাঁজাসহ আটক এক
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন আটক হয়েছে। শনিবার রাতে নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া বসু মিয়ার গলি এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে তারা।

রবিবার বিকেলে মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাউনিয়া বসু মিয়ার গলি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো. কবির ওরফে সাদ্দাম সিকদারকে (৩৯) আটক করে। আটক কবির নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামের মৃত সোনাই সিকদারের ছেলে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে কাউনিয়া থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে বিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।