বার্তা ডেস্ক: বরিশালে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
রবিবার সকাল সাড়ে ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও বিভাগীয় প্রশাসন। প্রথমে বিভাগীয় কমিশনার মো. শওকত আলী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রেঞ্জ ডিআইজি, মেট্রােপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিসিসির কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসেনর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অপরদিকে সকাল ১০টায় সদর রোডের শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ।