আজকের বার্তা
আজকের বার্তা

থানায় বিয়ের আবেদন যুবকের! যে কোনো মেয়েকেই বিয়ে করতে রাজি


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ থানায় বিয়ের আবেদন যুবকের! যে কোনো মেয়েকেই বিয়ে করতে রাজি
Spread the love

বার্তা ডেস্ক ॥ ৩২ বছর বয়স হয়ে গেলেও এখনো জীবনসঙ্গী জোগাড় করতে পারেননি অনিল। বিয়ে করতে চাইলেও মেয়ে খুঁজে পাচ্ছেন না। তাই উপায় না পেয়ে থানায় হাজির হলেন তিনি। পাত্রী খুঁজে দিতে পুলিশের কাছে করলেন আবেদন!

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কোল্লাম জেলায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনিলের বাবা-মা নেই। তারা অনেক আগেই মারা গেছেন। এরপর থেকে একাই থাকেন তিনি। আত্মীয় স্বজনরাও অনিলের খোঁজ খবর নেয় না।

তাই একাকিত্ব জীবনের দুঃখ ঘোচাতে বিয়ে করতে চান অনিল। পরিবার পরিজন এমনকি বন্ধুবান্ধবের কাছে বিয়ের কথা বলেও লাভ হয়নি। অগত্যা পুলিশের দ্বারস্থ হলেন অনিল। থানায় গিয়ে রীতিমতো লিখিত আবেদন জানালেন তিনি।

সকালে বাড়িতে বাড়িতে পত্রিকা বিলির পাশাপাশি অনিল লটারি বিক্রি করেন। কেন্দ্রীয় সরকারের থেকে অনুদান পান। এভাবে তার নিজের জীবন মোটামুটি চলে যায়।

তবে জন্ম থেকেই অনিল এক চোখে কিছুটা কম দেখেন। এ কারণেই হয় তো পাত্রী পাচ্ছেন না বলে মনে করেন অনিল।

পুলিশকে অনিল জানিয়েছেন, তিনি বিয়ে করতে চান। যে কোনো মেয়েকেই বিয়ে করতে রাজি তিনি। এমনকি এতিম হলেও আপত্তি নেই তার।

পুলিশ জানিয়েছে, অনিলের অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি ‘ঘটক’ ও স্থানীয়দের জানানো ছাড়া তাদের কিছু করার নেই।