আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের


আজকের বার্তা | প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ বরিশালে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরিশালের উজিরপুর উপজেলায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে কৃষক গৌরাঙ্গ হালদারের (৫০) মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ। গৌরাঙ্গ ওই গ্রামের যুদিষ্ঠী হালদারের ছেলে।

জল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য উপেন সরকার বলেন, ইঁদুরে ইরি ধানখেত নষ্ট করে ফেলে। তাই ইঁদুর নিধনে ধানখেতে চিকন খোলা তার বা ‘গুনা’য় বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেন কৃষক গৌরাঙ্গ। ভোরে কয়টি ইঁদুর মারা গেছে দেখতে যান তিনি। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই খোলা অবস্থায় থাকা গুনায় হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জাফর জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।