আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে সংবাদপত্র হকার্স ইউনিয়নের ইফতার সামগ্রী বিতরণ


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ১১, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ বরিশালে সংবাদপত্র হকার্স ইউনিয়নের ইফতার সামগ্রী বিতরণ
Spread the love

বার্তা ডেস্ক ॥  পবিত্র রমজান উপলক্ষে বরিশালে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) দুপুরে নগরের বান্দরোডস্থ ইউরো কনভেনশন হলে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি পত্রিকা পাঠকদের হাতে তুলে দেওয়ার সঙ্গে জড়িত হকারদের পাশে থাকার কথা বলেন। পাশাপাশি রমজানে আরও সহযোগিতা করার কথাও জানান।

ইফতার সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক শাহিন হাফিজ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, তন্ময় তপু, এম মোফাজ্জেল, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. নেছার জমাদ্দারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা।