আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম অমর একুশে গ্রন্থমেলা থেকে বিতাড়িত হওয়ার ঘটনায় অভিযোগ জানাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ডিবি কার্যালয়ে যান তিনি।
ডিবি কার্যালয়ে যাওয়ার কারণ জানতে চাইলে যুগান্তরকে হিরো আলম বলেন, একজন মানুষকে শুধু বইমেলা থেকে না, যে কোনো স্থান থেকে কেউ কাউকে বের করে দিতে পারে না। সেখানে আমাকে বইমেলায় দুয়োধ্বনি দেওয়া হয়েছে।
আর বিষয়টি আমার কাছে ‘ইভটিজিং’ মনে হয়েছে। এ কারণে ডিবি কার্যালয়ে অভিযোগ জানাতে এসেছি।
এর আগে বুধবার বিকালে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ ও ‘ছিঃ ছিঃ’ দুয়োধ্বনিতে মেলা ছাড়তে বাধ্য হন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
এদিকে গত ৯ ফেব্রুয়ারি দুয়োধ্বনির কারণে বইমেলা থেকে বের হয়ে যান আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা। তিনিও পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন।