বার্তা ডেস্ক ॥ বরিশাল সদর থানা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় নগরীর পোর্ট রোডের ইলিশ ভবনে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি খান মো. হাবিবের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ আ. জব্বার, সহসভাপতি মো. জহির সিকদার, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর সিকদার, শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজাফফর সরদার, পাইকার সমিতির সভাপতি মো. আশরাফ আলী, বরফকল মালিক সমিতির সভাপতি ফারুক সিকদার, লাইনম্যান সমিতির সভাপতি মো. তৌকির আহম্মেদ ও পোর্ট রোড বাজার সমিতির সভাপতি মো. রনি আহম্মদ।
এর আগে, নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের সদস্যরা। প্রায় এক মাস আগে মৎস্য আড়ৎদার এসোসিয়েশনের পুরনো কমিটি ভেঙে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।