আজকের বার্তা
আজকের বার্তা

বাউফলে সহকারী প্রিজাইডিং অফিসারসহ পুলিং এজেন্টকে কারাদন্ড


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ০৯, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ বাউফলে সহকারী প্রিজাইডিং অফিসারসহ পুলিং এজেন্টকে কারাদন্ড
Spread the love

বার্তা ডেস্ক ॥  পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের উপ নির্বাচনে অটো গাড়ি মার্কার চেয়ারম্যান প্রার্থী এনামুল হক অপুর পক্ষে পক্ষপাত্বি করার অভিযোগে ৯নং ওয়ার্ডের উত্তর মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ বশির উদ্দিনসহ পুলিং এজেন্ট নাহিদকে (২৭) সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ওসিউজ্জমান এ দন্ড প্রদান করেন। আজ শনিবার(৯ মার্চ) ভোটের দিন বিকাল ৩ টার দিকে এ দন্ড প্রদান করেন। সহকারী প্রিজাইডিং অফিসার বশির উদ্দিন চাঁদকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ, গত বছর আগস্ট মাসে কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূণ্য হয়ে গেলে নির্বাচন কমিশন আজ শনিবার (৯ মার্চ) ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ নির্বাচনের দিন ধার্য করেন।