আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে তরুণদের যৌথ উদ্যোগে করোনায় অভুক্তদের খাবার বিতরণ


আজকের বার্তা | প্রকাশিত: জুলাই ০৮, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ বরিশালে তরুণদের যৌথ উদ্যোগে করোনায় অভুক্তদের খাবার বিতরণ
Spread the love

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের ৮ টি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ তরুণরা এবার একত্রিত হয়ে কাজ শুরু করেছে নগরীর বিভিন্ন স্থানের অভুক্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে। আজ ৮ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। লকডাউন চলা পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যাবার কথা জানিয়েছেন উদ্যোক্তার। ইয়ূথ ফর কোভিড রেসপন্স, বরিশাল নামে এটি চলবে।

এমন উদ্যোগে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। গতকাল ১ম দিন দুপুরে নগরীর লঞ্চঘাট এলাকায় ১২০ জনের মাঝে খাদ্য বিতরণ করা হয়। লকডাউনের কারণে এসব মানুষরা স্বাভাবিক জিবিকা নির্বাহ করতে পারছেননা। ধীরে ধীরে এ কার্যক্রম পুরো জেলার বিভিন্ন স্পটে ছড়িয়ে দিতে চান আয়োজকরা।

আয়োজক সংগঠনগুলো হচ্ছে – লাল সবুজ সোসাইটি, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব, এসএনডিসি, হাসিমুখ পরিবার, মানবী, ইয়ূথ প্ল্যান ফর সোসাইটি, সহচরী, উচ্ছাস, অসহায় মানুষের পাশে এবং সাধারণ তরুণরা। এ সকল তরুণরা ঐক্যবদ্ধভাবে অর্থ সংগ্রহ করে এ কার্যক্রমটি চালাচ্ছে। শুরুতে নিজেদের অর্থায়নে করলেও সমাজের সামর্থবানদের এই উদ্যোগে সম্পৃক্ত হতে আহ্বান তাদের।