আজকের বার্তা
আজকের বার্তা

আমতলীতে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরন


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৬, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ আমতলীতে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরন
Spread the love

জাহিদ খান রাসেল, আমতলী ॥
আমতলীর কর্মহীন ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ই মে) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। জানাগেছে, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে মানুষকে রক্ষায় সরকার গত ৫ মার্চ সাধারণ ছুটি ঘোষনা করে লকডাউন দেন। ওই সময় থেকে লকডাউন অব্যাহত আছে। এতে আমতলী উপজেলার অন্ততঃ ৪৫ হাজার শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরে। ওই কর্মহীন মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমতলী উপজেলায় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে খাদ্য সহায়তা বরাদ্দ দেয়। গতকাল বৃহস্পতিবার কর্মহীন ১০০ পরিবারের মাঝে প্রধাণমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সহায়তা বিতরন করা হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম সহ অনেকে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ডাল, চিনি, সোয়াবিন তেল, পিয়াজ, সেমাই, লবন, গুড়াদুধ ও সাবান দেয়া হয়।