আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ৩৩ শিক্ষার্থীকে ‘বিপ্লবী দেবেন ঘোষ’ শিক্ষাবৃত্তি প্রদান


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ বরিশালে ৩৩ শিক্ষার্থীকে ‘বিপ্লবী দেবেন ঘোষ’ শিক্ষাবৃত্তি প্রদান
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরিশালে বিপ্লবী দেবেন ঘোষের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। বিপ্লবী দেবেন ঘোষ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে সোমবার সন্ধ্যায় বরিশাল রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৩ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুলের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ দাশগুপ্ত আশীষ কুমার, সাংবাদিক অরূপ তালুকদার, সাহিত্যিক তপংকর চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ললিত দাস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি শুভংকর চক্রবর্তী, সাংবাদিক সুশান্ত ঘোষ, পুলক চ্যাটার্জী ও নজরুল বিশ্বাস প্রমুখ।