আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২২, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ বরগুনায় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
Spread the love

বার্তা ডেস্ক ॥  পরিমাণে কারচুপি করায় বরগুনার আমতলী উপজেলার তালাল রহমান ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এ জরিমানা করেন।

জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে উত্তর ঘটখালি গ্রামে অবস্থিত (আমড়াগাছিয়া বাজার সংলগ্ন) তালাল রহমান ফিলিং স্টেশনের মালিক এবং কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রাহকদের পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দিয়ে আসছিলেন। এ অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকেলে ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. রুবেল মিয়াকে (২৫) এক লাখ অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগেও একই অভিযোগে রহমান ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

জেলার সংবাদ এর আরো খবর