বার্তা ডেস্ক ॥ ভালোবেসে বিয়ে, অতঃপর সাত বছরের সংসার। তবে এ সংসার আর ভালো লাগেনি স্ত্রীর। তাই নতুন পথ বেছে নেন তিনি। ছেড়ে যান ভালোবাসার মানুষ মামুন মোল্লাকে।তবে এতে অখুশি নন মামুন। স্ত্রী পালিয়ে যাওয়ার আনন্দে এক মণ দুধ কিনে গোসল করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়। এর আগে গত রবিবার (১৭ মার্চ) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নারুয়া ইউনিয়নের শোলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।মামুন মোল্লা উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।
মামুন মোল্লা বলেন, ‘আমি আমার স্ত্রীর কোনো কিছুর অভাব রাখিনি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে ছেড়ে চলে গেছে। এ ছাড়াও সে চলে যাওয়ার সময় ৫০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ নিয়ে গেছে।
দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করেছি।’
ঘটনার সত্যতা স্বীকার করে নারুয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আলী বলেন, ‘মামুন মোল্লা আমার প্রতিবেশী। স্ত্রী চলে যাওয়ায় মামুন এক মণ দুধ দিয়ে গোসল করেছে।’