আজকের বার্তা
আজকের বার্তা

ভোলায় অতিরিক্ত যাত্রী পরিবহন করায় জরিমানা দুই লঞ্চকে জরিমানা


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ ভোলায় অতিরিক্ত যাত্রী পরিবহন করায় জরিমানা দুই লঞ্চকে জরিমানা
Spread the love

বার্তা ডেস্ক ॥  ভোলায় অতিরিক্ত যাত্রী পরিবহন এবং সারেং সুকানির নির্ধারিত পোশাক পরিধান না করায় ঢাকা-ভোলা রুটের দুটি লঞ্চকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

স্থানীয়রা জানায়, ভোরে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে দুপুর ১টায় ভোলার ইলিশা ঘাটে এসে পৌঁছায় দোয়েল পাখি-১ নামের একটি লঞ্চ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন। এর কিছুক্ষণ পর দোয়েল পাখি-১০ নামের অপর একটি লঞ্চ ঘাটে এসে ভিড়লে একই অনিয়মের দায়ে এই লঞ্চটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।