বার্তা ডেস্ক ॥ রাশিয়ার বেলগ্রোদ শহরে হামলার ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অঞ্চলটির গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলের দূরত্ব ৩০ কিলোমিটার।সম্প্রতি ইউক্রেনের লক্ষবস্তুতে পরিণত হয়েছে এলাকাটি।
টেলিগ্রাম চ্যানেলে তিনি বলেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে লেবাননে ১২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মূলত হিজবুল্লাহকে লক্ষ্য করে এই হামলা চালায় দখলদার বাহিনী। এখন এর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানায় হিজবুল্লাহ। এরপর থেকেই ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।