আজকের বার্তা
আজকের বার্তা

আমতলী পৌরসভা নির্বাচনে ৪০ বহিরাগত আটক


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ০৯, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ আমতলী পৌরসভা নির্বাচনে ৪০ বহিরাগত আটক
Spread the love

বার্তা ডেস্ক ॥  বরগুনার আমতলী পৌরসভার নির্বাচনে ৪০ বহিরাগতকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকাল ১১টা থেকে শুরু  করে বেলা ১টা পর্যন্ত বরগুনার আমতলী পৌরসাভা নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত প্রবেশ ও প্রভাব বিস্তার করায় বিভিন্ন কেন্দ্র থেকে ৪০ জনকে আটক করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আমতলী পৌরসভার নির্বাচনে বহিরাগতরা প্রবেশ করে প্রভাব বিস্তারের সময় বিভিন্ন কেন্দ্র থেকে ৪০ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আটকদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রভাব বিস্তারের আশঙ্কায় ৪০ জন বহিরাগতকে আটক করা হয়েছে।

আমতলী পৌরসভা নির্বাচনে নয়জন মেয়র পদে, সংরক্ষিত আসনে নয় জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জনসহ ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।