আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সভাপতি কাজী বাবুলের স্মরণে আলোচনা সভা


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ০৬, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সভাপতি কাজী বাবুলের স্মরণে আলোচনা সভা
Spread the love

বার্তা ডেস্ক ॥ বরিশাল প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি ও আঞ্চলিক দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল স্মরণে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সহসভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সহসভাপতি পুলক চ্যাটার্জী, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, অরূপ তালুকদার, নজরুল ইসলাম চুন্নু, তপঙ্কর চক্রবর্তী, এম. আমজাদ হোসেন, হুমাউন কবীর, গোপাল সরকার, জাকির হোসেন, মাহমুদ চৌধুরী, আব্দুর রাজ্জাক ভূইয়া, শামীম আহমেদ, এম. জহির, এম. মোফাজ্জেল, মর্তুজা জুয়েল, জিয়া বাবু, খান রফিক, সুমন চৌধুরী, খান রুবেল, গোবিন্দ্র সাহা ও এম. সুহাদ প্রমুখ।

বক্তারা কাজী বাবুলের দীর্ঘ কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। স্মরণসভার শেষ পর্যায়ে কাজী বাবুলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।